Header Ads

Header ADS

জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম কে ডিকেআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

গত ২০/০৬/২০১৮ ইং রোজ বুধবার বিকাল ৫ টায় কে আই বি ভবনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ হতে সভাপতি জনাব এ টি এম আবুল কাশেম এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম কে ডিপ্লোমা কৃষিবিদদের দশম গ্রেড বেতন স্কেলসহ দ্বিতীয় শ্রেনীর পদমর্যাদা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। 


এই সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন_ একটি আনন্দের দিন পার হচ্ছে সেই কেবিনেট মিটিং এ পাশ হওয়ার পর থেকে। এই আনন্দ শুধু ডিপ্লোমা কৃষিবিদদের না আমি মনে করি সকল কৃষিবিদদের জন্য।
ভাতৃত্বের বন্ধন, মৈত্রী এটা মর্যাদা সমমর্যাদার ভিত্তিতে চলে। ডিপ্লোমা কৃষিবিদদের সাথে কৃষিবিদদের সাথে বৈরিতার কোন কারণ আছে বলে আমি মনে করি না, এটা ছিল একটা ভূল বোঝাবোঝি বা আমরা অইভাবে আমাদেরকে পরিচালনা করতে ব্যার্থ হয়েছিলাম, যে কারণে এটা সৃষ্টি হয়েছিল। আজ সময়ের ব্যবধানে একটা বন্ধুত্বের পর্যায়ে বন্ধন লাভ করেছে এবং এই বন্ধন চিরিস্থায়ী হবে। আমরা সবাই কৃষিবিদ সেখানে পরস্পরের প্রতি সম্মান দেখাতে হবে। তিনি বলেন  একমাত্র কৃষিবিদরাই পারে বাংলাদেশের কৃষক সমাজ, কৃষি, চাষাবাদ পদ্ধতিকে পরিবর্তন করতে পারে। তিনি বলেন আপনারা বাংলার কৃষির জন্য কৃষি ব্যবস্থার এই আমুল পরিবর্তনের জন্য কৃষিবিদ আর ডিপ্লোমা কৃষিবিদরা আলাদাভাবে কেউ কিছু করে নাই এর অবদান কৃষিবিদদের চাইতে কোন অংশে কম নয়। কোন কোন ক্ষেত্রে বেশি কারণ মাঠে ময়দানে আপনারাই থাকেন কৃষক কৃষানীর সাথে নিবিড় সম্পর্ক তৈরি করা ও পদ দেখানো আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই কৃষির পরিবর্তন এসেছে। দেশনেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্যও তিনি বলেন। দেশকে এগিয়ে নিতে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে দেশনেত্রী শেখ হাসিনার পাশে থাকার কথা বলেছেন তিনি। আপনার এগিয়ে যান কৃষিবিদ ইন্সটিটিউশন আপনাদের পাশে থাকবে। 

সেখানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইন্সটিটিউশন এর সভাপতি এ এম এম সালেহ, এম এম মিযানুর রহমান এবং মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এছাড়াও ডি কে আই বি ও কে আই বি এর আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


Join With us:      Click Here :) 

কোন মন্তব্য নেই

Xaviarnau থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.