Header Ads

Header ADS

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি

রকারি চাকরির কথা শুনলেই আমাদের মনে হয় না জানি কত টাকা ঘুষ দিতে হয়। তেমন লোক খোজতে হবে হবে যাকে ধরলে চাকরি টা পাওয়া যাবে। ওমক বন্ধু এত লাখ টাকা দিয়ে লোক ঠিক করে ফেলেছে আমি এখনো কোন লোক ঠিক করতে পারিনি। রহিমের বাবা বিশাল রাজনীতিবিদ তার তো চাকরি হয়ে যাবে আমার বংশে জানি এমন কেউ আছে নাকি খোজ নিতে হবে।


সার্কোলার পাওয়ার পরে এই সব কথাগুলো আমাদের মাথায় সারাক্ষণ ঘুরে। এই সব ব্যাপার নিয়ে আমরা যতটা মাথা ঘমাই বা চিন্তা করি পড়াশুনা নিয়ে অতটা মাথা ঘামাই না,কারণ আমরা কেউ কেউ ধরেই নেই যে টাকা দিয়া আমার চাকরি হয়ে যাবে পরাশুনার কি দরকার।

এই ধারণাগুলো সম্পূর্ণ ভূল। এই সকল ব্যাপারগুলো নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের উচিত চাকরির প্রিলি পরীক্ষার প্রস্তুতির দিকে নজর দেয়া। আমি কোন বিষয় টা তে দূর্বল সেটা নিয়ে চিন্তা করা। আমি যে বিষয়টাতে দূর্বল সে বিষয়ের জন্য কারও কাছ থেকে সাহায্য নিব বা অনেক কোচিং সেন্টার আছে হইছে সেগুলার পিছনে সময় দেয়া। আর যে বিষয়টাতে দূর্বল সে বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়া। ছোটবেলায় আমাদের বাবা মা বলতো সকাল বেলা গনিত ইংরেজী নিয়ে বসো সকাল বেলা পড়াশুনা ভাল হয় কিন্তু আমরা এখন এই কথাগুলোকে অতটা প্রাধান্য দেই না আমরা যদি সকাল বেলায় আমদের দূর্বল বিষয়গুলা সমাধান করি তাহলে প্রস্তুতি আরও এগিয়ে যাবে। সকাল বেলায় বেশিরভাগ বন্ধুরাই ঘুমে থাকবে কেউ আপনাকে ফোন বা মেশেজ দিয়ে বিরক্ত করবে না কোন বাধা ছাড়াই প্রস্তুতি নেয়া যাবে অনেক সময়।

পরীক্ষার পূর্বে রহিম ফোন দিয়ে বলে দোস্ত প্রশ্ন আউট হবে আমার লোক আছে এত টাকা লাগবে,ওমক বন্ধু ফোন দিয়ে বলবে রহিমেরটা সত্যি না আমার দাদা যেটা বলছে সেটা রাইট আমি তোকে ফ্রিতে দিব। এই কথাগুলো যখন আপনার মাথায় ঢুকবে তখন থেকে আপনি চাইলেও আর মাথায় কিছু ঢুকাতে পারবেন না। আমাদের সবারই উচিত চাকরি পাওয়ার শর্ট কাট রাস্তার চিন্তা বাদ দিয়ে ভালভাবে প্রস্তুতি নেয়া এটা ভাবা যে আমার চাকরি যেন ঘুষের টাকায় না হয়,সৃষ্টিকর্তার কাছে দু'আ চাওয়া, চেষ্টা করলে  সবই সম্ভব এমন নজির অনেক আছে।

এস এ এ ও নিয়োগ পরীক্ষায় কৃষি বিভাগ,বাংলা,ইংরেজী,গনিত এবং সাধারণ জ্ঞান বিষয়গুলো থেকে প্রশ্নগলো হয়ে থাকে। কোন বিভাগ থেকে কতগুলা প্রশ্ন আসবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই কারণ প্রশ্ন একএক সময় একএক রকম হয়। তবে কৃষি বিভাগ থেকেই প্রশ্ন বেশি আসে। আমাদের অনেকেই ইংরেজী অথবা গনিতে দূর্বল আমরা মনে করি যে অই বিভাগ টা না টাচ করে বাকিগুলা ভালভাবে প্রস্তুনি নেই। এটা করা ঠিক হবে না আপনি কোন বিভাগ থেকেই ১০০% কমন ফেলতে পারবেন না। আমরা যদি কোন বিষয়ে দূর্বল থাকি সে বিষয়গুলা কারও কাছ থেকে সাহায্য নিয়ে হলেও প্রস্তুতি নিয়ে যাওয়া। 

প্রিলিতে ভাল নাম্বার মানে তার চাকরি ৮০% কাছাকাছি। ভাইবায় একটু ভাল করলেই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

পরবর্তি প্রকাশনাগুলাতে আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমনকি এমনও কিছু প্রশ্ন আছে যেগুলা নিয়ে আমরা দ্বিধায় থাকি কোনটা হবে সঠিক উত্তর। এই সকল প্রশ্নগুলা নয়েই হবে আমাদের আগামীর প্রকাশনা।
আমাদের সাথেই থাকুন আমাদের সাথে যোগ দিতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

Xaviarnau থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.