Header Ads

Header ADS

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি -কৃষি বিভাগ ১


১। নিচের কোন বীজে মৃৎগত অংকরোদ্গম হয় ?
  • মিষ্টি কুমড়া 
  • আম
  • সীম
  • রেড়ি 

২। প্রস্বেদন পাতার একটি_ 
  • বিশেষ কাজ
  • অসম্পূর্ণ কাজ
  • স্বাভাবিক কাজ
  • আদৌ পাতার কাজ নয়।

৩। নিচের কোন কান্ড খাদ্য তৈরি করে ?
  • হলুদ কান্ড
  • বায়বীয় কান্ড
  • রুপান্তরিত কান্ড 
  • সবুজ কান্ড 

৪। মূলের কোন অংশ মাটি থেকে খাদ্য শোষন করে
  • স্থায়ী অঞ্চল
  • বর্ধিষ্ণু অঞ্চল
  • বিভাজন অঞ্চল
  • মূলরোম অঞ্চল

৫। রোপণের পূর্বে বীজকে কি করতে হয় ?
  • ১-২ মাস পানিতে ভিজিয়ে রাখতে হয়।
  • ২-৪ দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়।
  • ১২-২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়।
  • ৫-১০ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়।

৬। পূর্ণ বয়স্ক ড্যামসেল মাছি কোথায় উড়ে বেড়ায় ?
  • পাতার ওপরে
  • পানির ওপরে
  • ধান গাছের পাতার নিচে
  • সমগ্র ধান ক্ষেতে 

৭। ভূমি কর্ষনের দ্বারা কোনটি হয় না ?
  • উর্বরতা বৃদ্ধি
  • মাটির আদ্রতা বৃদ্ধি 
  • আগাছা দমন
  • শিকড় বৃদ্ধি উপযোগী মাটি গঠন 

৮। দানাজাতীয় শস্য সংরক্ষণের জন্য নিরাপদ জলীয় অংশ কত ?
  • ৩০%
  • ১৩%
  • ২৫%
  • ১৫% 

৯। নিচের কোনটি টিস্যু কালচার মিডিয়ামে মাইক্রোসল্ট হিসেবে ব্যবহার করা হয় ?
  • দস্তা
  • সালফার
  • ক্যালসিয়াম
  • পটাশিয়াম 

১০। বীজ কতভাবে বপন করা যায় ?
  • ২ ভাবে 
  • ৩ ভাবে 
  • ৪ ভাবে 
  • ৫ ভাবে 
১১। আনারস, পুদিনা ও চন্দ্রমল্লিকায় কোন ধরণের কান্ড দেখতে পাওয়া যায় ?
  • স্টোলন 
  • রানার 
  • শুল্ক কান্ড 
  • সাকার 

১২। নিচের কোন  সবজির বীজ সরাসরি মূল জমিতে বপন করা যায় ?
  • ফুলকপি 
  • মূলা
  • টমেটো 
  • বাধাকপি 

১৩। কোন মাটিতে হাইড্রোজেন আয়ণের পরিমান হাইড্রোক্সিল আয়ন থেকে বেশি ?
  • অম্লীয় মাটিতে
  • ক্ষারীয় মাটিতে
  • দো-আশ মাটিতে
  • বেলে মাটিতে

১৪। শস্য উৎপাদনে নাইট্রোজেনের প্রয়োজন বেশি হয় কখন ?
  • চারা অবস্থায়
  • ফসল পাকাকালীন অবস্থায়
  • বীজ বপনের পূর্বে
  • সর্বোচ্চ বৃদ্ধি অবস্থায় 

১৫। পেয়াজের চারা কতদিন বয়সে রোপণ করা উচিত ?
  • ২০-৩০ দিন
  • ৪০-৫০ দিন
  • ৫৫-৬০ দিন
  • ৬৫-৭০ দিন 

১৬। সেলাইন মাটি পরিশোধনের একটি পক্রিয়া কোনটি ?
  • রাসায়নিক বিয়োজন
  • পাতন
  • দূরীকরণ
  • পানিযোজন 

১৭। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত সরিষার জাত কোনটি ?
  • রাই-৫
  • টরী-৭
  • সম্পদ
  • দৌলত

১৯। কিসের অভাবে ডিমের খোসা পাতলা হয় ?
  • লৌহ 
  • ফসফরাস
  • ক্যলসিয়াম
  • ম্যগনেসিয়াম 

২০। উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান কয়টি ?
  • ১৮ টি 
  • ১৭ টি 
  • ১৬ টি 
  • ১৯ টি 

২১। নাইট্রোজেন ঘাটতির বেশ আশংকাপূর্ণ মাটি কোনটি ?
  • কাদামাটি
  • এটেল মাটি 
  • দো-আশ মাটি
  • বেলে মাটি 

২২। মানুষের দেহের কোন পদার্থ মশাকে আকৃষ্ট করে ?
  • H20
  • H2
  • O2
  • CO2

২৩। পামরী পোকা ডিম পাড়ে কোথায় ?
  • পাতার উপরে
  • পাতার খোলে
  • পাতার নীচের পিঠে
  • পাতার ত্বকের নিচে

২৪। কলম কত প্রকার ?
  • ৪ প্রকার
  • ২ প্রকার
  • ৩ প্রকার
  • ৫ প্রকার 

২৫। মাটি জলমগ্ন হলে কিসের অভাব দেখা দেয় ?
  • মৃত্তিকা জীবানু
  • নাইট্রোজেন
  • পুষ্টি উপাদান
  • হাইড্রোজেন 

২৬। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কোন জাতের ছাগল বলা হয় ?
  • রাম ছাগল'
  • বিটল
  • বাড়বাতি
  • যমুনাপাড়ি 

২৭। নানা ধরনের খাদ্য সামগ্রীকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?
  • ৩ ভাগে 
  • ২ ভাগে
  • ৪ ভাগে
  • ৬ ভাগে

২৮। কালোজামের বৈজ্ঞানিক নাম কি ?
  • সাইজাইজিয়াম কিউমিনি 
  • সাইজাইজিয়াম জাম্বোস 
  • সাইজাইজিয়াম জাভানিক 
  • গ্রডইয়া এশিয়াটিক লিন 

২৯। গোল্ড ফিসের দেহের রঙ কি ?
  • সোনালী
  • লাল
  • হলুদ 
  • বেগুনী 

৩০। হাসের পালক মোল্টিং কি ?
  • রাসায়নিক পক্রিয়া 
  • ভৌত পক্রিয়া 
  • জৈব পক্রিয়া 
  • কোনটাই নয় 

৩১। আগাছা মাটি হতে কত শতাংশ পুষ্টি উপাদান শুষে নেয় ?
  • ৪০-৫০%
  • ৫৫-৬০%
  • ৩০-৪০%
  • ২০-২৫%

৩২। কোন স্তর থেকে মাটির নমুনা নিতে হয় ?
  • কর্ষণ স্তর থেকে 
  • জমির মাঝখান থেকে 
  • কর্ষণ তল থেকে 
  • আইল থেকে 

৩৩। আমিষ ব্যাংক কি ?
  • দুর্যোগকালীন পুষ্টিকর খাদ্য মজুদ 
  • দুর্যোগকালীন সময়ে ফসলের চাষ 
  • গুদামে খাদ্য মজুদ 
  • ক ও খ 

৩৪। কোন মৌসুমের ধানে বাদামী গাছ ফড়িং আক্রমন করে ?
  • আউশ
  • আমন 
  • বোরো
  • সকল মৌসুমে 

৩৫। কৃষির একটি অন্যতম বৈশিষ্ট কি ?
  • নিশ্চিত মুনাফা 
  • অনিশ্চিত উৎপাদন 
  • আনিশ্চিয়তা 
  • উচ্চ প্রযুক্তি নির্ভরতা 
৩৬। মটর বীজ বপনের উত্তম সময় কোনটি ?
  • আগষ্ট-সেপ্টেম্ভর 
  • অক্টোবর- নভেম্বর 
  • ডিসেম্বর-জানুয়ারী 
  • ফেব্রুয়ারী- মার্চ 

৩৭। চাষকৃত শস্যের ফলন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
  • জলবায়ু
  • বৃষ্টিপাত
  • বৃষ্টিপাত ও তাপ
  • কোনটাই নয় 
বিঃদ্রঃ চাষকৃত শস্যের ফলন আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়।


৩৮। বাংলাদেশের সেচ ব্যবস্থায় কোন ধরনের সেচ প্রকল্পের অবদান বেশি ?
  • ক্ষুদ্র সেচ প্রকল্প
  • বৃহৎ সেচ প্রকল্প 
  • ক্ষুদ্রতর সেচ প্রকল্প 
  • মাঝারি সেচ প্রকল্প 

৩৯। ফসলের অন্যতম প্রধান শত্রু কোনটি ?
  • আগাছা 
  • কীটপতঙ্গ
  • ছত্রাক
  • ব্যাকটেরিয়া 

৪০। প্রজননক্ষম মাছের পুকুরের গভীরতা কত হওয়া উচিত ?
  • ৮-১০ ফুট 
  • ৬-৮ ফুট 
  • ৪-৬ ফুট
  • ১০-১২ ফুট 

কোন মন্তব্য নেই

Xaviarnau থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.