Header Ads

Header ADS

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি- (কৃষি বিভাগ-২) উদ্ভিদের পুষ্টি ও সার ব্যবস্থাপনা

১। কোন ফসলে বেশি নাইট্রোজেন সার প্রয়োগ করতে হয় ?
  • সয়াবিন
  • ডাল ফসল
  • শাকসবজি 
  • চিনাবাদাম 
২। পটাশিয়ামের ঘাটতিতে কি হয় ?
  • শিকড় কম হয়
  • পাতা সবুজ হয়
  • গাছের নিচের পাতা হলদে হয়
  • পাতায় সাদা দাগ পরে
৩। সারের উৎস কয়টি ?
  • ২ টি
  • ৩ টি
  • ৪ টি
  • ৫ টি 
৪। সমন্বিত জৈব আবর্জনা দ্বারা কি বানানো যায় ?
  • হাঁসের খাদ্য
  • পশু খাদ্য
  • কম্পোস্ট
  • মুরগির খাদ্য
৫। ইউরিয়ার সাথে ব্যবহার করতে নাই কোনটি ?

  • জৈব সার
  • গোবর
  • চুন
  • কম্পোস্ট
৬। সবুজ সার হিসেবে ব্যবহৃত হয় কোনটি ?
  • ধান গাছ
  • কলা গাছ
  • আনারস গাছ
  • কোনটিই নয়
৭। ফসফরাসের অভাবে কি সমস্যা দেখা দেয় ?
  • ফুলের সংখ্যা কম হয় 
  • ফলের সংখ্যা বেশি হয়
  • ফুল ও ফলের সংখ্যা বেশি হয় 
  • কোনটিই নয় 
৮। সরাসরি ব্যবহার করলে দূর্গন্ধ কিসের ?
  • মুরগির বিষ্ঠা
  • গোবর 
  • জৈব সার
  • রাসায়নিক সার 
৯। কোন সারের প্রভাব পরের মৌসুমে কম থাকে ?
  • এম ও পি
  • টি এস পি
  • ইউরিয়া
  • জিংক সালফেট
১০। কম্পোস্ট তৈরির উপযুক্ত স্থান কোনটি ?
  • পুকুরের তলা 
  • ঘরের বারান্দা
  • পানিসহ ডোবা
  • বন্যামুক্ত উঁচু স্থান
১১। নাইট্রোজেন ঘাটতির বেশ আশংকাপূর্ণ মাটি কোনটি ?
  • কাদা মাটি
  • এঁটেল মাটি
  • দোআঁশ মাটি
  • বেলে মাটি 
১২। উদ্ভিদের পুষ্টি প্রাপ্তির প্রধান উৎস কয়টি ?
  • ৩ টি 
  • ৪ টি
  • ৫ টি 
  • ৬ টি
১৩। কোনটি সারের উপাদান নয় ?
  • CA
  • MN
  • MG
  • N2
১৪। অনুজৈবিক সারের কাজ কি ?
  • পরিবেশ বিঘ্নিত করে
  • পরিবেশ ঠিক রাখে 
  • মাটির গুনাবলি বিনষ্ট করে
  • কিছুই হবে বা 

১৫। শিম গাছ কিভাবে মাটির উর্বরতা ধরে রাখে ?
  • মাটির গঠন ভাল রেখে
  • মাটির নাইট্রোজেন কমিয়ে
  • মাটিতে পানির পরিমান বৃদ্ধি করে 
  • মাটির নাইট্রোজেন ধরে রেখে 
১৬। কোন সারটি উপরিপ্রয়োগ করা যায় ?
  • ইউরিয়া
  • টি এস পি
  • এম ও পি
  • জিপসাম
১৭। কোনটি অজৈব সার নয় ?
  • সুপার ফসফেট
  • অ্যামোনিয়াম সালফেট 
  • ইউরিয়া
  • খৈল 
১৮। পার্শ্ব ছিটানো পদ্ধতিতে কোন অবস্থায় সার প্রয়োগ করা হয় ?
  • জমি তৈরির সময়
  • বীজ বপনের আগে
  • সারিতে লাগানো ফসল
  • কোনটাই নয় 
১৯। ফসফরাসের উপকারিতা কি ?
  • এটা গাছের মধ্যে খাদ্য চলাচলে সাহায্য করে 
  • গাছের শিকড় বৃদ্ধি করে এবং ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে 
  • গাছের জীবন ধারণ এবং দেহ বৃদ্ধিতে সাহায্য করে
  • গাছকে বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিষ্ঠকর ক্রিয়া হতে রক্ষা করে
২০। মাঠ ফসলে কোন পদ্ধতিতে সার বেশি প্রয়োগ করা হয় ?
  • গভীর প্রয়োগ
  • রিং পদ্ধতি
  • ছিটানো পদ্ধতি
  • স্প্রে
২১। উদ্ভিদ খাদ্যোপদানগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় ?
  • নাইট্রোজেন
  • ফসফরাস
  • পটাশিয়াম
  • ম্যাগনেশিয়াম
২২। সবুজ সার মাটিতে কোন কাজটি করে থাকে ?
  • জৈব পদার্থ বিয়োজন হার বাড়ায়
  • মাটিতে ফসফেট বাড়ায়
  • ফসলের রোগের আক্রমন কমায়
  • অনুজীব কার্যাবলি বাড়ায়
২৩। সবুজ সারের জন্য বেশি উপযোগী কোনটি ?
  • শুটি জাতীয় গাছ
  • অশুটি জাতীয় গাছ
  • আগাছা
  • ফসলের অবশিষ্ঠাংশ 
২৪। ধৈঞ্চা, শন, বরবটি, বরশিম প্রভৃতি শুটি জাতীয় গাছের চাষ করে ঐ গুলিকে সবুজ অবস্থায় লাঙল দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়াকে কি বলে ?
  • তলানি সার
  • নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার 
  • কম্পোস্ট বা পাতা পচা সার
  • সবুজ সার 
২৫। ফসফরাস কত প্রকার ?
  • ২ প্রকার
  • ৩ প্রকার 
  • ৮ প্রকার
  • কোনটাই নয় 
২৬। কোন ফসলে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করা হয় ?
  • দীর্ঘজীবী উদ্ভিদ 
  • কলা
  • চা
  • আখ
২৭। গাজর চাষে কোন সার বেশি প্রয়োজন ?
  • পটাশ
  • ফসফরাস
  • জিংক
  • ইউরিয়া
২৮। বীজতলায় মাটি ও জৈব সারের অনুপাত কত হওয়া উচিত ?
  • ২ ঃ ১
  • ১ ঃ ১
  • ১ ঃ ২
  • ২ ঃ ২
২৯। সারের মাত্রা নির্ধারণে কোন জিনিসটি বিবেচনায় আনা যাবে না ?
  • ফসলের চাহিদা
  • প্রয়োগকৃত সারের অপচয়
  • শস্যকরণ পদ্ধতি
  • জনশক্তি
৩০। রাসায়নিক সার অধিক পরিমানে ব্যবহার করলে মাটির কি পরিবর্তন ঘটে ?
  • জৈবিক গুনাবলীর উন্নয়ন ঘটে
  • অনুজীবের সংখ্যা বৃদ্ধি পায়
  • কোন গুনাবলীর ক্ষতি হয় না
  • জমির উর্বরতা শক্তির ক্ষতি হয়
৩১। উদ্ভিদ মাটি হতে কোন পুষ্টি উপাদান গ্রহন করে ?
  • কার্বন
  • হাইড্রোজেন
  • অক্সিজেন
  • নাইট্রোজেন
৩২। ফসফরাস উদ্ভিদের কি কি গুন বৃদ্ধি করে ?
  • ফলন বৃদ্ধি করে
  • ফুল ধরে ও ফল পুষ্ট হয়
  • শিকড় বৃদ্ধি করে
  • রোগ ও পোকার আক্রমন কমায়
৩৩। নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি ?
  • হাড়ের গুড়া
  • গৃহস্থালী ছাই
  • সরিষার খৈল
  • মাছের গুড়া
৩৪। গাছ জিপসাম হতে কি গ্রহন করে ?
  • গন্ধক
  • নাইট্রোজেন
  • পটাশিয়াম
  • দস্তা
৩৫। জৈব সার কোন সময় জমিতে প্রয়োগ করতে হয় ?
  • দুই তিনটি চাষ দেয়ার পর
  • চাষ দেয়ার এক মাস আগে
  • চাষ দেয়ার শুরুতে
  • শেষ চাষের আগে


উত্তরঃ
১। শাক সবজি ; ২। শিকড় কম হয়; ৩। ২ টি; ৪। কম্পোস্ট; ৫। চুন; ৬। কোনটাই নয়; ৭। ফুলের সংখ্যা কম হয়; ৮। মুরগির বিষ্ঠা;
৯। ইউরিয়া; ১০। বন্যামুক্ত উঁচু স্থান; ১১। বেলে মাটি; ১২। ৪ টি ; ১৩। CA; ১৪। পরিবেশ ঠিক রাখে; ১৫। নাইট্রোজেন ধরে রেখে;
১৬। ইউরিয়া; ১৭। খৈল; ১৮। সারিতে লাগানো ফসল; ১৯। গাছের শিকড় বৃদ্ধি করে এবং ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে ;
২০। ছিটানো পদ্ধতি; ২১। নাইট্রোজেন; ২২। অনুজীব কার্যাবলী বাড়ায়; ২৩। শুটি জাতীয় গাছ; ২৪। সবুজ সার; ২৫। ৩ প্রকার;
২৬। দীর্ঘজীবী উদ্ভিদ; ২৭। পটাশ; ২৮। ১ ঃ ১ ; ২৯। জনশক্তি; ৩০। মাটির উর্বরতা শোক্তি হ্রাস পায় ; ৩১। নাইট্রোজেন ;
৩২। ফুল ধরে ও ফল পুষ্ট হয়; ৩৩। সরিষার খৈল; ৩৪। গন্ধক; ৩৫। চাষ দেয়ার শুরুতে। 

plz Like and Share with your frnz. click here to join Us. 


কোন মন্তব্য নেই

Xaviarnau থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.