উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতিঃ বাংলা-পর্ব ১ (শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, পদ প্রকরণ, বাচ্য ও ধাতু)
বাংলা (শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, পদ প্রকরণ, বাচ্য ও ধাতু)
১। ‘অনুরক্ত’ এর বিপরীত শব্দ কোনটি ?
ক)
বিরক্ত খ) আসক্ত
গ) ভক্ত ঘ) উপকৃত
২। ‘সংশয়’ এর বিপরীত শব্দ কি ?
ক)
নির্দয় খ) প্রত্যয়
গ)
বিশ্বাস ঘ) দ্বিধা
৩। ‘ইস্কাপন’ কোন দেশীয় শব্দ ?
ক) আরবি খ) ফারসি
গ)
হিন্দি ঘ)
ওলন্দাজ
৪। ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কি ?
ক) পর্বত
খ) স্থাবর
গ)
সমুদ্র ঘ)
অরণ্য
৫। ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি ?
ক) বৃহৎ খ) বর্ধিষ্ণু
গ)
বর্ধমান ঘ)
বৃদ্ধিপ্রাপ্ত
৬। ‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি ?
ক)
দ্বিধা খ) নির্ভয়
গ)
বিষ্ময় ঘ) প্রত্যয়
৭। ‘ঔদ্ধত্য’ এর বিপরীত শব্দ কোনটি ?
ক)
মাথানত করা খ) বিনয়
গ)
গম্ভীর ঘ) স্তব্ধ
৮। ‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক)
বিগ্রহ খ) নিগ্রহ
গ) দয়া ঘ) প্রতিগ্রহ
৯। সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি ?
ক) কঠিন খ) শান্ত
গ) উদ্ধত
ঘ) উগ্র
১০। ‘চঞ্চল’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক) অবিচল
খ) প্রচল
গ) বিচল ঘ) নিশ্চল
১১। ‘হর্ষ’ এর বিপরীত শব্দ কোনটি ?
ক) বিষাদ
খ) কষ্ট
গ) আনন্দ
ঘ) সুন্দর
১২। ‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক) নবীন খ) তরুণ
গ)
প্রাচীন ঘ) অচেনা
১৩। ‘উত্তপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক) শীত খ) শৈত
গ) শীতল ঘ) বরফ
১৪। ‘সংকীর্ণ’ এর বিপরীত শব্দ ?
ক) চওড়া খ) প্রসারিত
গ)
প্রশস্ত ঘ) বিস্তৃত
১৫। ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
ক) ফারসি
খ) আরবি
গ)
তুর্কি ঘ)
পর্তুগিজ
১৬। ‘কাঁচি’ কোন ধরনের শব্দ ?
ক) ফারসি
খ) আরবি
গ)
তুর্কি ঘ)
পর্তুগিজ
১৭। ‘রিকশা’ কোন ভাষার শব্দ ?
ক)
হিন্দি খ) ইংরেজী
গ) জাপানি
ঘ) গ্রিক
১৮। ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ ?
ক) ফারসি
খ) ইংরেজী
গ)
জাপানি ঘ) ওলান্দাজ
১৯। ‘হরতাল’ কোন ভাষা থেকে এসেছে ?
ক)
হিন্দি খ) তুর্কি
গ) ফারসি
ঘ) গুজরাট
২০। ‘হরতন’ শব্দটি –
ক) আরবি খ) ফারসি
গ)
ওলন্দাজ ঘ) গুজরাট
২১। গঠন অনুসারে শব্দ কয় প্রকার ?
ক) দুই
প্রকার খ) তিন প্রকার
গ) চার
প্রকার ঘ) পাঁচ প্রকার
২২। ‘খদ্দর’ কোন ভাষার শব্দ ?
ক)
পাঞ্জাবী খ) জাপানি
গ)
গুজরাটি ঘ) জাপানি
২৩। ‘চাবি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক)
ওলান্দাজ খ) পর্তুগিজ
গ)
তুর্কি ঘ)
আরবি
২৪। ‘চা’ কোন দেশী শব্দ ?
ক) জাপান
খ) ফারসি
গ)
পর্তুগাল ঘ) চীন
২৫। ‘আদালত’ শব্দটি কোন ভাষার শব্দ ?
ক) ফারসি
খ) পর্তুগিজ
গ) আরবি গ) বাংলা
২৬। ‘Paragraph’
শব্দের বাংলা পরিভাষা কোনটি ?
ক) স্তবক
খ) অনুচ্ছেদ
গ)
পংক্তি ঘ) রচনা সংকেত
২৭। ‘Coating’-এর বাংলা পরিভাষা-
ক)
কেতাদুরস্ত খ) চিহ্নায়ন
গ) আবরণ ঘ) মামলাবাজি
২৮। ‘ভ্রান্ত’ বিষেষণ পদের বিশেষ্য রুপ –
ক) ভ্রম খ) ভ্রমী
গ) ভ্রমা
গ) বিভ্রম
২৯। ভাব বাচ্যের উদাহরণ_
ক) সে
মাছ কিনেছে খ) চোরটা ধরা পড়ল
গ)
আমাদের ফেরা হবে গাড়িতে ঘ) বেজায় মাথা
ধরেছে
৩০। ‘Housing’- এর বাংলা_
ক) আবাস খ) বাস
গ)
আবাসান ঘ) নিবাস
৩১। নিচের কোন পদটি বেশেষণ ?
ক)
দিগম্বর খ) দীন
গ)
যেহেতু ঘ) যিনি
৩২। ‘উত্থান’ এর বিপরীত শব্দ কোনটি ?
ক)
উন্মোচন খ) পতন
গ) অবতান
ঘ) অবসান
৩৩। ধাতু কত প্রকার ?
ক) দুই
প্রকার খ) তিন প্রকার
গ) চার
প্রকার ঘ) পাঁচ প্রকার
৩৪। নিচের কোনটি গুজরাটি শব্দ ?
ক) চা খ) চিনি
গ) খদ্দর
ঘ)
আলপিন
উত্তরঃ
১। ক ২। খ ৩। ঘ ৪।
খ ৫। গ ৬। ঘ ৭। খ ৮। খ ৯।
ঘ ১০। ক ১১। ক ১২। গ
১৩। গ ১৪। গ ১৫। গ ১৬।
গ ১৭। গ ১৮। ক ১৯। ঘ ২০। গ ২১।
ক ২২। গ ২৩। খ ২৪। ক
২৫। গ ২৬। খ ২৭। গ ২৮।
ক ২৯। ক ৩০।
গ ৩১। খ ৩২।
খ ৩৩। ক ৩৪।
গ ;
Join With Us Click here
কোন মন্তব্য নেই