Header Ads

Header ADS

জলবায়ু পরিবর্তনে জমিতে সেচের ব্যবহার


হালকা বা মাঝারি ধরনের খরা থেকে ফসলকে রক্ষা করতে জমিতে যত বেশী বৃষ্টির পানি ধরে রাখা যায় তত বেশী দিন পানি জমিতে অবস্থান করে এবং তত কম পানির অভাব (Water stress) হবেতা্ই বর্ষা মৌসুমে সাধারণ বৃষ্টিপাত সম্পন্ন এলাকায় জমির আইল ১৫ সেঃমিঃ উচ্চতায় রক্ষনাবেক্ষন করে ৮০ থেকে ৯০% বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে আমন ধানের কাংক্ষিত ফলন পাওয়া যায় 



ফার্ম রিজার্ভার তৈরী করে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে খরা মোকাবেলাঃ
কম বৃষ্টিপাত সম্পন্ন এলাকায় আমন ধানের জমির কোনায় ৫% এলাকায় ২ মিটার গভীর করে ফার্ম রিজারভার তৈরী করে বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে খরার সময় সম্পূরক সেচ দিয়ে ধানের আশানুরপ ফলন পাওয়া যায়  এ ছাড়া রবি ফসলও সেচের মাধ্যমে করা সম্ভব হয়

কমপ্যাক্ট সেচ নালা ব্যবহারঃ 

অগভীর নলকুপ এলকায় সনাতন পদ্ধতিতে তৈরী মাটির সেচ নালার তুলনায় কমপ্যাক্টড সেচ নালার মাধ্যমে সেচ দিলে প্রায় ২৫-৩০% পানির অপচয় রোধ করা যায় এ ছাড়া নালার ভিতরে দুই পাশে কাদা মাটির সাথে তুশ ও গোবর মিশিয়ে প্রলেপ দিলে অধিক কার্যকর হয় 

পিভিসি পাইপ বিতরণ ব্যবস্থার মাধ্যমে সেচ প্রদানঃ 

গভীর নলকুপের পিভিসি পাইপ ব্যবহার করে ৪০% ও ৫০% সেচ এলাকার বৃদ্ধি করা যায় এবং সেচের পানির প্রায় ৯৯% পরিবহন অপচয়রোধ করা যায় স্বল্প উঁচ ও নীচু জমিতে সে্চ প্রদানের জন্য পদ্ধতিটি অত্যন্ত উপযোগী 

AWD পানি সাশ্রয়ী পদ্ধতি প্রয়োগে বোরো ধান চাষঃ

১০ সে.মি. ব্যাসের পিভিসি পাইপ ছিদ্রযুক্ত ১৫ সেঃমিঃ মাটির নিচে এবং ১০সেঃ মিঃ মাটির উপরে বসাতে হবে একবার সেচ দেওয়ার পর উক্ত পাইপের পানির স্তর ১৫ সেঃ মিঃ নিচে গেলে আবার সেচ দিতে হয় এই ভাবে Alternative drying and wetting  পদ্ধতিতে সেচ দিলে ২ ও ৩ টি সেচ কম লাগে এবং ২০ ও ৩০% পানি সাশ্রয়ী হয় তাতে বোরো ধান চাষে  তেল খরচ ও শ্রম খরচ কম লাগে ফলে হেক্টর প্রতি ২৫০০ ও ৩০০০ টাকা খরচ কম লাগে


Join with Us: 
             Facebook

কোন মন্তব্য নেই

Xaviarnau থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.