সরিষার ডাউনি মিলডিও রোগ
লক্ষণ:
চারা অবস্থায়র পর থেকে যে কোন সময়ে এ রোগ দেখা যায়। আক্রান্ত পাতার
নিচে সাদা পাউডার ও পানিভেজা দাগ দেখা যায়। বেশি আক্রান্ত হলে পাতা ঝলসে ও কুচকে যায়,
এতে ফলন কমে যায়।
প্রতিকার:
- -
সুষম সার ব্যবহার করা।
- -
আক্রান্ত ক্ষেতে বা একই জমিতে প্রতি বছর সরিষার চাষ না
করা
- -
ফসল পর্যায়ক্রম অনুসরণ করা।
- -
বীজ বপনের পূর্বে বীজ শোধন (প্রোভেক্স- ২.৫ গ্রাম বা ২
গ্রাম ভিটাবেক্স প্রতি কেজি বীজ হারে) শোধন করা।
- -
রোগের আক্রমন বেশি হলে ডাইথেন এম-৪৫ ২ গ্রাম, রিডোমিল
২ গ্রাম বা মিলোডি ডুও ২ গ্রাম অথবা সিকিউর ২ গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করা।
কোন মন্তব্য নেই