উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি- বাংলা (পর্ব ০২)
বাংলা (সমাস, কারক, বানান, বাক্য)
১। কোনটি সঠিক বানান ?
ক) নীশিথিনী
খ) নিশিথিনি
গ) নিশীথিনী
ঘ) নীশীথিনি
২। কোনটি শুদ্ধ বানান ?
ক) পিপীলিকা
খ) পীপীলীকা
গ) পীপিলিকা
ঘ) পিপিলীকা
৩। কোনটি শুদ্ধ বানান ?
ক) আকাঙ্ক্ষা
খ) আকাংক্ষা
গ) আকাংখা
ঘ) কোনটাই নয়
৪। কোনটি শুদ্ধ বানান ?
ক) দন্দ
খ) দ্বন্দ্ব
গ) দন্দ্ব
ঘ) দ্বন্দ
৫। কোন বাক্যটি শুদ্ধ ?
ক) বিদ্বান ব্যক্তিগণ
দারিদ্র্যের শিকার হন
খ) বিদ্যান ব্যক্তিগণ
দরিদ্রতার স্বীকার হন
গ) বিদ্যান ব্যক্তিগণ
দরিদ্রের শিকার হন
ঘ) বিদ্যান ব্যক্তিগণ
দরিদ্রতার স্বীকার হন
৬। কোন বাক্যটি শুদ্ধ ?
ক) একটা গোপনীয় কথা বলি
খ) একটি গোপন কথা বলি
গ) একটি গুপ্ত কথা বলি
ঘ) কোনটাই নয়
৭। শুদ্ধ বাক্য কোনটি ?
ক) দুর্বলবশত অনাথিনী বসে
পড়ল
খ) দুর্বলাতাবশত অনাথা বসে
পড়ল
গ) দুর্বলবশতঃ অনাথিনী বসে
পড়ল
ঘ) কোনটাই নয়
৮। ‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক’ কোন বিভক্তি ?
ক) কর্মে ৬ষ্ঠী
খ) করণে শূণ্য
গ) অধিকরণে ৬ষ্ঠী
ঘ) করণে ৭মী
৯। বাক্যকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় ?
ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রুপতত্ত্বে
১০। ‘দশে মিলে করি কাজ’ বাক্যে নির্দেশিত কারক-
ক) কর্তৃকারক
খ) কর্মকারক
গ) সম্প্রদান কারক
ঘ) করণ কারক
১১। ‘কলসটি কানায় কানায় পূর্ণ’- কোন কারকে কোন বিভক্তি ?
ক) অপাদানে ৭ মী
খ) স্থানাধিকরণে ৭মী
গ) ভাবাধিকরণে ৭মী
ঘ) কালাধিকরণে ৭মী
১২। ‘বিপদে মোরে রক্ষা কর’ – বিপদে শব্দে কোন কারকে কোন বিভক্তি ?
ক) কর্তায় ৭মী
খ) কর্মে শূন্য
গ) অপাদানে ৭মী
ঘ) করণে ২য়া
১৩। ‘গুরুজনে কর শ্রদ্ধা’ কোন কারকে কোন বিভক্তি ?
ক) কর্তৃকারক
খ) অপাদান কারক
গ) করণ কারক
ঘ) সম্প্রদানে ৭মী
১৪। ‘অন্ধজনে দয়া কর’- কোন কারকে কোন বিভক্তি ?
ক) কর্মে ৭মী
খ) কর্তায় ৭মী
গ) কর্মে শূন্য
ঘ) সম্প্রদানে ৭মী
১৫। ‘বাদলের ধারা ঝরে ঝর ঝর’- নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি কোনটি ?
ক) অধিকরণে ২য়া
খ) সম্প্রদানে ৪র্থী
গ) অপাদানে ৬ষ্ঠী
ঘ) কর্মে ৭মী
১৬। ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য ?
ক) যৌগিক বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) ব্যাস বাক্য
১৭। কোন বানানটি শুদ্ধ ?
ক) বিভিষীকা
খ) বিভীষিকা
গ) বীভিষিকা
ঘ) বীভিষীকা
১৮। কোন বানানটি শুদ্ধ ?
ক) কৃষিজীবী
খ) কৃষিজীবি
গ) কৃষিজিবি
ঘ) কৃষিজিবী
১৯। ‘ব্যয়ামে শরিল ভালো থাকে – বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন
বিভক্তি ?
ক) করণে ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
২০। ‘গাড়ী ষ্টেশন ছাড়ল’- বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন
বিভক্তি ?
ক) কর্তায় শূন্য
খ) কর্মে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) অধিকরণে শূন্য
২১। ‘মৌমাছি’ কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি) ?
ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু
২২। কোন বানানটি শুদ্ধ ?
ক) সমীচিন
খ) সমিচীন
গ) সমিচিন
ঘ) সমীচীন
২৩। ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- কোন ধরণের বাক্য ?
ক) সরল
খ) মিশ্র
গ) যৌগিক
ঘ) বিবৃতিমূলক
২৪। কোনটি বহুব্রীহি সমাস ?
ক) দশানন
খ) সুপুরুষ
গ) সাদাকালো
ঘ) চৌরাস্তা
২৫। ‘ বিপদে মোরে রক্ষা কর,এ নহে মোর প্রার্থনা’
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) ব্যাস বাক্য
২৬। ‘ মেঘ থেকে বৃষ্টি হয়’ এই বাক্যের ‘মেঘ থেকে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক) কর্তৃকারকে ২য়া
খ) কর্মকারকে তৃতীয়া
বিভক্তি
গ) অপাদানে ৫ম
ঘ) অধিকরণে ৭ম বভক্তি
২৭। কোন বানানটি শুদ্ধ ?
ক) মুহুমহু
খ) মুর্হমহু
গ) মুহুর্মুহু
ঘ) মুর্হুমর্হু
২৮। ‘মহারাজা’ কোন সমাস ?
ক) কর্মধারয় সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) দ্বিগু সমাস
ঘ) নিত্য সমাস
২৯। সমাস নিষ্পন্ন পদের নাম কি ?
ক) ব্যস বাক্য
খ) বিগ্রহবাক্য
গ) সমস্তপদ
ঘ) সমস্যমান পদ
৩০। ‘পুকুরে পদ্মফুল জন্মে’ কোন ধরনের বাক্য ?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
উত্তরঃ
১। গ; ২। ক; ৩। ক; ৪।
খ; ৫। ক; ৬। ক; ৭। খ; ৮। গ; ৯।
ঘ; ১০। ক; ১১। খ; ১২। গ; ১৩।ঘ; ১৪। ঘ; ১৫। গ; ১৬। গ; ১৭।
খ; ১৮। ক; ১৯। ক; ২০। গ; ২১। গ; ২২।
ঘ; ২৩। ক; ২৪। ক ; ২৫। ক;
২৬। গ; ২৭। গ;
২৮। খ; ২৯।
গ; ৩০। ক;
কোন মন্তব্য নেই